Web Analytics

রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছাড় না দেওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সংবিধান, আইন ও আন্তর্জাতিক বিধান অনুযায়ী কোনো অংশ ছাড় দেওয়ার অনুমতি নেই। তিনি আরও জানান, সীমান্ত পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে হলে জনগণের গণভোটের প্রয়োজন হবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র–ইউক্রেনের গোপন বৈঠকে উত্থাপিত প্রস্তাব কিয়েভ প্রত্যাখ্যান করায় এই নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে। ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে বৈঠকে নেতারা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দেন এবং ‘ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি’র ওপর জোর দেন।

জেলেনস্কি বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। অন্যদিকে, মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘গঠনমূলক’ বললেও অবস্থানে পরিবর্তন দেখা যায়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শান্তি চুক্তির পথে প্রধান বাধা জেলেনস্কিই।

Card image

Related Threads

logo
No data found yet!