রোববার দক্ষিণ আফ্রিকার বিমানবন্দরে ৪৭ বাংলাদেশিসহ শতাধিক যাত্রী আটক হয়েছেন। ইমিগ্রেশন হয়ে ব্যাগেজ কালেকশন করার পরেও অনেকেই বর্ডার গার্ডের হাতে আটক হয়েছে। কী অপরাধে আটক করা হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে বলা হয়নি। সবাইকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আটকে রেখেছেন। সম্ভাবনা রয়েছে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।