Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক বার্তায় বলেছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি আর ‘শুধুমাত্র শান্তির’ কথা ভাবার প্রয়োজন অনুভব করেন না। সোমবার প্রকাশিত ওই বার্তায় ট্রাম্প লেখেন, আটটি যুদ্ধ বন্ধ করার পরও নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই তিনি আর শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না।

নরওয়ের সংবাদপত্র ভিজিকে স্টোরের দপ্তরের বরাতে বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে, এবং একটি সূত্র এএফপিকেও একই তথ্য জানিয়েছে। একই দিনে প্রকাশিত আরেকটি বার্তায় ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, ডেনিশ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না আসে, তাহলে বিশ্ব নিরাপদ থাকবে না। স্টোরের দপ্তর এএফপিকে এই বার্তার সত্যতাও নিশ্চিত করেছে।

আল আরাবিয়্যার সূত্রে প্রকাশিত এই বার্তাগুলো ট্রাম্পের নোবেল না পাওয়া নিয়ে ক্ষোভ এবং বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে তার অবস্থানকে নতুনভাবে সামনে এনেছে।

Card image

Related Threads

logo
No data found yet!