রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। মঙ্গলবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যে অনুষ্ঠিত প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকের পর ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানান। তিনি বৈঠকটিকে গঠনমূলক বলে উল্লেখ করলেও বলেন, এখনো কোনো সমাধান হয়নি, কেবল কিছু মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের আগে পুতিন ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা শান্তি প্রচেষ্টা থেকে সরে গেছে এবং যুক্তরাষ্ট্রকেও বাধা দিচ্ছে। পুতিন সতর্ক করে বলেন, ইউরোপ যদি যুদ্ধ চায় তবে রাশিয়া প্রস্তুত। খসড়া চুক্তিতে ইউক্রেনের দোনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়ার প্রস্তাব থাকলেও কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। পুতিন হুমকি দিয়ে বলেন, আলোচনায় না হলে শক্তি প্রয়োগে অঞ্চলটি দখল করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।