পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করতে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আলোচনার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, পিটিআই যদি আলোচনায় আন্তরিক হয়, সরকারও সমানভাবে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সব দলের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি অপরিহার্য।
এর আগে পিটিআইয়ের একটি অংশ ‘তেহরিক তাহাফুজ আয়েন-ই-পাকিস্তান’ (টিটিএপি) জানায় যে, সংলাপের দরজা খোলা রয়েছে। তবে এখনো কোনো পক্ষই আলোচনার আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি। এদিকে, তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড এবং অন্যান্য মামলার অগ্রগতি আলোচনার পরিবেশকে জটিল করে তুলেছে।
সরকারের পক্ষ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করার সিদ্ধান্তে পিটিআই ও তার পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, পারস্পরিক আস্থা পুনর্গঠন ছাড়া সংলাপের উদ্যোগ সফল হওয়া কঠিন হবে, বিশেষ করে ২৭ জানুয়ারির পরবর্তী শুনানির আগে।