Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে। মঙ্গলবার ঢাকায় দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা ইসিতে জমা দিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে এবার পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও পরের দিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ইসি জানিয়েছে, কোনো বিদেশি নাগরিক দেশীয় সংস্থার হয়ে পর্যবেক্ষণ করতে পারবেন না। সানাউল্লাহ বলেন, ২০২৬ সালের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। ইসি পর্যবেক্ষকদের সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।