Web Analytics

গত ১৭ মে ভোরে ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশের এলাকা থেকে জাহানারা খাতুনকে আটক করে বিজিবি। জাহানারা জানান, ‘বিএসএফ আমাদের বলেছে যে আমরা দুটো গুলি মারবো। গুলি মারার পরে তোমরা সব দৌড় মারবা। তো ওরা দুটো গুলি মারে। তখন আমরা সবাই ভেগে দৌড় মারি। সামনে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি’। তিনি জানান, 'বিএসএফ বললো যে, যদি ধরা পড়ো তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, সীমান্তে বিএসএফ তাড়া দেওয়ায় আবার চলে আসছি।' উল্লেখ্য, সেইদিন জাহানারার সাথে আরো ষোলো জনকে পুশইন করে বিএসএফ।

Card image

Related Threads

logo
No data found yet!