Web Analytics

পাকিস্তান সরকার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ১৩২ জন নেতার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২৩ সালের ৯ মে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে (ইসিএল) অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগে অভিযুক্তদের ওপর নজরদারি আরও কঠোর করা হয়েছে। নিষিদ্ধদের মধ্যে আছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, শাহ মাহমুদ কোরেশি, ওমর আয়ুব, ফাওয়াদ চৌধুরী ও শিবলি ফারাজ। সাবেক খাইবার-পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, শহরিয়ার আফ্রিদি, উসমান দারসহ নারী নেত্রী শিরিন মাজারি, জরতাজ গুল, মুসারাত চীমা ও কানওয়াল শউজাবের নামও তালিকায় রয়েছে। সরকারি সূত্র জানায়, পাঞ্জাব হোম ডিপার্টমেন্টই ১৩২ জনের নাম ইসিএলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ পিটিআই ও সরকারের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং ভবিষ্যৎ নির্বাচনের আগে সংলাপের সম্ভাবনা দুর্বল করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!