চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামান বলেছেন, প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড অ্যাগ্রিমেন্টের কারণে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাঁচ বছর পর ৫ মিলিয়ন টিইইউএস কনটেইনারে হ্যান্ডলিং করতে হবে। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে টার্মিনাল ও বে-টার্মিনাল নির্মাণে চুক্তি হয়েছে। ২০২৯ সালে মাতারবাড়ী সমুদ্রবন্দর অপারেশনে চলে যাবে। বন্দর চেয়ারম্যান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে ৩,৭৪৫ দশমিক ২৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। যা গত অর্থবছরের একই সময়কালের রাজস্ব আয়ের তুলনায় ১০ দশমিক ৫৬ শতাংশের বেশি এবং একইসঙ্গে রাজস্ব উদ্বৃত্ত ৮ দশমিক ৭৭ শতাংশ বেশি। সেবার মান উন্নয়ন করছেন বলেও অবগত করেন।