শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। এ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সৈয়দ জামিল কীর্তিমান, তাঁর আর্টের প্রশংসাসূচক অনেক লেখা আমি লিখেছি। তবে আর্টে দক্ষ হওয়া আর প্রোফেশনালি দক্ষ হওয়া এক বিষয় নয়। তিনি বলেন, তাকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি যে অভিযোগ করেছেন তা নিয়ে লিখতেই হবে। উপদেষ্টা বলেন, উনার বলা অনেকগুলা কথা পুরো সত্য নয়, অনেকগুলা কথা ডাহা মিথ্যা, এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। বিস্তারিত লিখবেন বলেও জানান তিনি।