মার্কিন চাপ ও ইসরাইলি হামলার প্রেক্ষাপটে লেবাননের মন্ত্রিসভা সেনাবাহিনীর হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হলেও হিজবুল্লাহ একে রাষ্ট্রবিরোধী বলে প্রত্যাখ্যান করেছে। তাদের মন্ত্রীরা বৈঠক বর্জন করতে পারেন বলে খবর রয়েছে। বিশ্লেষকেরা সতর্ক করছেন, পরিকল্পনা অনুমোদিত হলে শিয়া মন্ত্রীদের পদত্যাগ বা গণবিক্ষোভ হতে পারে। এ অবস্থায় স্পিকার নাবিহ বেরি শান্তিপূর্ণ ও ঐক্যমতের ভিত্তিতে আলোচনার আহ্বান জানিয়েছেন।