পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চারতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-১) মো. এনামুল হক জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং বিস্তারিত তদন্তের পর কারণ জানা যাবে।
আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।