ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আগামী শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছেন।
সংসদ ভবন ও আশপাশের এলাকায় জানাজার সময় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে বর্তমানে হাদির মরদেহ রাখা আছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও নাগরিক সমাজে শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সিটিজেন ইনিশিয়েটিভসহ বিভিন্ন সংগঠন হাদির হত্যাকাণ্ডে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক সংগঠনগুলো সাম্প্রতিক সংবাদপত্র অফিসে হামলার ঘটনাকেও নিন্দা জানিয়েছে। হাদির জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।