Web Analytics

জার্মানি ও নেদারল্যান্ডস ইউরোপীয় বাছাইপর্বের শেষ ম্যাচে বড় জয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। লাইপজিগে জার্মানি স্লোভাকিয়াকে ৬-০ গোলে হারায়, আর অ্যামস্টারডামে নেদারল্যান্ডস লিথুয়ানিয়াকে ৪-০ গোলে পরাজিত করে। দুই দলই ড্র করলেই বিশ্বকাপে জায়গা পেত, তবে তারা আক্রমণাত্মক ফুটবলে জয় নিশ্চিত করে। স্লোভাকিয়া ও পোল্যান্ড নিজ নিজ গ্রুপে দ্বিতীয় হয়ে মার্চে ১৬ দলের ইউরোপীয় প্লে-অফে সুযোগ পেয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডও নেশনস লিগের পারফরম্যান্সে প্লে-অফে জায়গা করে নেয়। ক্রোয়েশিয়া আগেই যোগ্যতা অর্জন করেছিল এবং মন্টেনেগ্রোকে ৩-২ গোলে হারায়। চেক প্রজাতন্ত্র জিব্রাল্টারকে ৬-০ গোলে হারিয়ে দ্বিতীয় হয়। জার্মানির হয়ে নিক ভল্টেমাড, সের্জ গেনাব্রি, লেরয় সানে, রিডলে বাকু ও আসান ওয়েদ্রাওগো গোল করেন। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন টিয়ানি রেইনডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডনিয়েল ম্যালেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।