Web Analytics

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আপনারা-আমরা যারা মধ‍্যবিত্ত আছি, আমরা বাজারে গিয়ে মাছটাকে খুঁজি। মাছের পেছনে যে মানুষটা তাকেও খুঁজতে হবে, তার ভালো-মন্দ দেখতে হবে। তিনি বলেন, সরকার মৎস‍্য সম্পদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে। যাতে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়। কারণ, মধ‍্যবিত্তরা বাজারে গিয়ে বেশিরভাগ মাছ খোঁজেন, ভাল মাছটা কিনতে চান। ঈশ্বরদী মৎস‍্য বীজ উৎপাদন খামার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখানে বিশাল জায়গা। তারা অনেক পরিশ্রম করে প্রতিকূল অবস্থার মধ‍্যে রেণু পোনা উৎপাদন করছেন। প্রতি বছরে যে টার্গেট বেঁধে দেওয়া হয়, সেটিও তারা পূরণ করছেন। এর আরো উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!