আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন পায়। কোনো দল প্রাথমিক যাচাই উত্তীর্ণ হয়নি। প্রথম ধাপে ৬২টি নিবন্ধন প্রত্যাশী দলকে চিঠি পাঠানোর পর, দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টিসহ ৮২ দলকে ১৫ দিনের মধ্যে অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। নিবন্ধনের জন্য কঠোর শর্ত পূরণ জরুরি। ইসি নিবন্ধন ছাড়া দল নিজেদের প্রতীকে নির্বাচন করতে পারবে না।