বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের কোনো নেতাকর্মীকে প্রার্থী করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন—এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। শনিবার রাতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, অনেকেই এ বিষয়ে জানতে চাইছেন, তবে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে যদি নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে জামায়াতের সূত্রে জানা যায়, ঢাকা-৮ আসনে বর্তমান প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের পরিবর্তে সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শিবিরের এই অবস্থান নির্বাচনের আগে জামায়াত ও এর সহযোগী সংগঠনগুলোর প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।