সিরাজগঞ্জের মাছুমপুর মহল্লার ‘ছালে পাগলি’ নামে পরিচিত ৬৫ বছর বয়সী ভিক্ষুক সালেহা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ৪০ বছর ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে তিনি আলোচনায় আসেন। জীবনের প্রতিটি মুহূর্তে কষ্টে থেকেও তিনি একটি টাকাও খরচ করেননি। স্থানীয়রা চলতি মাসের ৯ ও ১১ অক্টোবর তার পরিত্যক্ত কোয়ার্টার থেকে তিন বস্তা টাকা উদ্ধার করেন, যার পরিমাণ প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা। তার মেয়ে স্বপ্না খাতুন জানান, মা মানসিকভাবে অস্থির ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া টাকা পোটলা করে রাখতেন। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে বগুড়ায় নেওয়া হয়, যেখানে তার লিভার ক্যানসার ধরা পড়ে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় কান্দাপাড়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তার জমানো টাকা ইসলামি শরিয়ত অনুযায়ী ভাগ করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।