বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এটি আত্মহত্যা বলে মত দিলেও নীলা চৌধুরী তা মানেননি এবং হত্যার অভিযোগে পুনঃতদন্তের আবেদন করেন। আদালতের নতুন নির্দেশে এ মামলার তদন্ত পুনরায় শুরু হলো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।