বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ আসনের অন্য ১১ প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। তিনি জানান, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি দায়িত্ব পালন করেছেন এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে। ২০২২ সালের ডিসেম্বরে দল তাকে পদত্যাগ করতে বললে তিনি তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন এবং নতুন নেতৃত্বকে স্বাগত জানান।
তিনি আরও জানান, তার কিছু কর্মীকে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে শুনেছেন। এমন কিছু ঘটলে তিনি প্রশাসনকে অবহিত করবেন এবং নির্বাচনে প্রভাব বা কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।