বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সাবেক নেত্রী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। অভিযুক্ত সুয়ান আল তালুকদারের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ আনা হয়েছে। মামলাটি ১৮ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় দায়ের করা হলেও বিষয়টি ২০ ডিসেম্বর প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এজাহারে বলা হয়, আন্দোলনের সময় পরিচয়ের সূত্রে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে সুয়ান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং এক পর্যায়ে একটি হোটেলে ভিডিও ধারণ করে সেটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। বিয়ের দাবি জানালে তিনি অস্বীকৃতি জানান ও শারীরিক নির্যাতন করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
সুয়ান পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। মামলাটি ছাত্র রাজনীতিতে নারী নির্যাতন ও দায়মুক্তির প্রশ্নে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।