Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পৃথকভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৬ সালের ১৮ জানুয়ারি রোববার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঢাকা-১১ ও ঢাকা-৮ আসনে বড় আকারের রঙিন বিলবোর্ডে প্রার্থীদের ছবি ও স্লোগান প্রদর্শন করা হয়েছে, যা আচরণবিধির পরিপন্থি।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনি প্রচার চালানো যাবে না। প্রার্থীদের ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণ এবং সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Card image

Related Threads

logo
No data found yet!