প্রেস সচিব শফিকুল আলমের শেয়ার করা ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা আয়নাঘরেই কেঁদে ফেলেন মীর আহমদ, যেখানে তিনি প্রায় আট বছর গুম ছিলেন। এসময় তাকে জড়িয়ে সান্ত্বনা দেন কেরি। শফিকুল আলম লেখেন, ‘রবার্ট কেনেডির কন্যা ও জন এফ কেনেডির ভাতিজি কেরি কেনেডি মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান। শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ছিলেন তিনি। যার ফলে যুক্তরাজ্যে প্রশিক্ষিত মীর আহমদ বিন কাসেম আয়নাঘরের মতো ভয়ংকর বন্দিশালায় জীবিত থাকতে পেরেছিলেন।’ উল্লেখ্য, আয়নাঘর হলো বিরোধীদের গুম খুনের জন্য হাসিনার আটক রাখার টর্চার সেল।