ইরানের ৮টি শহরে শুক্রবার ভোরে একযোগে হামলার পর দুপুরে নতুন আরেক দফায় ইরানের শিরাজ ও তাবরিজ শহরে হামলা চালিয়েছে ইসরাইল। পাশাপাশি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও নতুন করে হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তাবরিজ শহরের বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, কয়েক মিনিট আগে পূর্ব আজারবাইজান প্রদেশে নতুন বিস্ফোরণ ঘটেছে। তবে ইসরাইল এখনো নতুন হামলা নিয়ে মুখ খুলেনি!