Web Analytics

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাইয়াঝিড়ি রাবার বাগানে বুধবার সকালে বন্যহাতির আক্রমণে রাবার শ্রমিক আব্দুল হক (৪০) নিহত হয়েছেন। তিনি বাইশারী ইউনিয়নের পুনর্বাসনপাড়ার মৃত মিনাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাবার গাছের কষ সংগ্রহের সময় হঠাৎ একটি বন্যহাতি তার ওপর আক্রমণ চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, বন্যপ্রাণী আইনের বিধান অনুযায়ী এ ঘটনায় মামলা ও তদন্ত হবে এবং নিহতের পরিবার ক্ষতিপূরণ পাবে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।