আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মহান জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকা স্মরণীয় হয়ে আছে, যা তরুণদের নেতৃত্বের ঐতিহ্যেরই ধারাবাহিকতা। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের এই সমাবেশ প্রমাণ করে যে তারা শুধু অধিকার রক্ষায় নয়, আদালত ও আন্তর্জাতিক পরিসরেও ন্যায়বিচারের পক্ষে কথা বলতে সক্ষম। এ বছর ৫২টি বিশ্ববিদ্যালয় জেসাপ বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যা এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতা। আসিফ নজরুল বলেন, জেসাপ কেবল প্রতিযোগিতা নয়; এটি গবেষণা, লেখনী, অ্যাডভোকেসি ও দলগত দক্ষতা গড়ে তোলে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালা তরুণদের দক্ষতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার আরও দৃঢ় করবে।