এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। কাজেই সব সংস্কৃতি ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে। মঞ্জু বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। ফ্যাসিবাদি অপশক্তি বাঙালি জাতিসত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘসময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয়, বাঙালি বাংলাদেশি ও ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বেশেষে আমরা এ মাটির সন্তান। এ মাটির সব সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আরো বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় কাজ করছে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে।