বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন খুবই কঠিন হবে। আওয়ামী লীগ সরাসরি না থাকলেও ভারতের মদদপুষ্ট তাদের ‘প্রেতাত্মারা’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। মঙ্গলবার টঙ্গীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপির কেউ মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, জনআস্থা অর্জনে নেতাকর্মীদের সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে।