Web Analytics

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে, যাতে অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানায়, এই হামলাগুলো চলমান মাদকবিরোধী অভিযানের অংশ এবং লক্ষ্যবস্তু জাহাজগুলো পরিচিত পাচার রুটে চলাচল করছিল।

সামরিক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলো সরাসরি মাদক পরিবহনে যুক্ত ছিল। হামলায় প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয় জাহাজে দুইজন এবং তৃতীয় জাহাজে তিনজন নিহত হন। নিহতদের 'নার্কো-সন্ত্রাসী' হিসেবে উল্লেখ করা হয়েছে। চলমান অভিযানে এখন পর্যন্ত ৯০ জনের বেশি প্রাণহানি ঘটেছে বলে মার্কিন বাহিনী জানিয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার রোধে প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!