ইরানের মুদ্রা রিয়াল মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড দরপতনের মুখে পড়েছে। ২০২৬ সালের ২৮ জানুয়ারি বুধবার মুক্ত বাজারে এক ডলারের বিনিময়ে পাওয়া গেছে ১৬ লাখ ২০ হাজার ৫০০ রিয়াল, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন মান। মুদ্রা বিষয়ক ওয়েবসাইট বোনবাস্ট জানিয়েছে, আগের দিন এক ডলারের দাম ছিল প্রায় ১৫ লাখ রিয়াল, অর্থাৎ মাত্র এক দিনে রিয়ালের মান কমেছে প্রায় দেড় লাখ।
গত মাসের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ৭ জানুয়ারি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। বোনবাস্ট জানায়, ইন্টারনেট বন্ধ থাকায় ইস্তাম্বুল, বাগদাদ ও আফগান সীমান্তের আঞ্চলিক বাজারগুলোতে রিয়ালের প্রকৃত বিনিময় হার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এতে বাজারে অস্থিরতা আরও বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপ রিয়ালের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।