দক্ষিণ সিরিয়ার সুওয়াইদা প্রদেশে সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ৫৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে তিন শতাধিক দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু, ২৫৭ সরকারি কর্মী ও ২১ বেদুইন রয়েছেন। সংঘাতটি দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের পুরনো বিরোধ থেকে শুরু হয়। ইসরাইলি হামলায় ১৫ সরকারি বাহিনীর সদস্য নিহত হয়। ইসরাইল দাবি করেছে, তারা দ্রুজদের রক্ষায় হামলা চালিয়েছে। শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর পরিস্থিতি অস্থির ও অস্বস্তিকর শান্তিতে রূপ নিয়েছে। রাস্তায় লাশ ও লুটপাটের চিত্র দেখা যাচ্ছে।