Web Analytics

সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস এএইচএম ফুয়াদের প্রায় ৫ কোটি ৪৫ লাখ টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে জব্দ করা এই সম্পদের মধ্যে রয়েছে একটি বিলাসবহুল ফ্ল্যাট ও প্রায় ৩৯ শতাংশ জমি। তদন্তে জানা গেছে, ফুয়াদ টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ‘হেলমেট বাহিনী’ গঠন করে সরকারি দপ্তরের টেন্ডার প্রক্রিয়ায় আধিপত্য বিস্তার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেন। তিনি মানিলন্ডারিংয়ের মাধ্যমে এই অর্থ পরিবারের সদস্যদের নামে জমি ও সম্পত্তি ক্রয়ে ব্যবহার করেন। সিআইডি গত ৩ আগস্ট ফরিদপুর কোতোয়ালী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত চালিয়ে যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, ফুয়াদের সম্পদের উৎস ও সংশ্লিষ্ট চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।