ইসরাইলের সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালোন বলেন, বর্তমান সেনাপ্রধান ‘তার সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন’ এবং ইসরাইলি সরকার ‘ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে’। নেতানিয়াহুর উদ্দেশেও সাবেক এই সেনাপ্রধান বলেন, আপনি সেনাদের যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন। ইয়ালোন বলেন, ইসরাইল হামাসের কাছে বন্দিদের পরিত্যাগ করেছে। দেশটি গাজায় ‘জাতিগত নিধন’ অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, মোশে ইয়ালোন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ইয়ালোন বলেন, প্রধানমন্ত্রী যা করছেন, তা কেবল ক্ষমতা ধরে রাখার চেষ্টা। এখনো ৭ অক্টোবরের দায় স্বীকার করেননি, যদিও সেটি মূলত তারই দায়িত্ব।