Web Analytics

ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বাহিনীটি জানায়, জাতীয় নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা করা তাদের জন্য একটি “রেড লাইন”, যা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া হবে না। আইআরজিসি অভিযোগ করে, সাম্প্রতিক রাতে “সন্ত্রাসী ও দাঙ্গাকারীরা” সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে, সরকারি ও জনসম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে এবং নিরাপত্তা সদস্য ও বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। পৃথকভাবে ইরানি সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে, তারা জাতীয় স্বার্থ ও অবকাঠামো রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

গত দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুরুতে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে শুরু হলেও তা দ্রুত রাজনৈতিক রূপ নেয় এবং বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করে। মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে, ৯ জানুয়ারি পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত ও ২,৫০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম কারাজে পৌর ভবনে অগ্নিসংযোগ এবং শিরাজ, কোম ও হামেদানে নিহত নিরাপত্তা সদস্যদের জানাজার খবর প্রচার করেছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র “ইরানের সাহসী জনগণের পাশে আছে।” ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতারা যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের হত্যার নিন্দা জানিয়ে ইরানকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!