তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের জেরে চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, চীন তাইওয়ান আক্রমণ করলে জাপানের আত্মরক্ষাবাহিনী প্রতিক্রিয়া জানাতে পারে। এ মন্তব্যে ক্ষুব্ধ চীন বেইজিংয়ে জাপানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় এবং জাপানকে ‘আগুন নিয়ে খেলা বন্ধ করতে’ সতর্ক করে। উভয় দেশই একে অপরের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠিয়েছে। এ পরিস্থিতিতে চীন তার নাগরিকদের জাপান সফর থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। অন্যদিকে তাকাইচি মন্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তার বক্তব্য জাপানের দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ভবিষ্যতে মন্তব্যে সতর্ক থাকার আশ্বাস দেন তিনি। এই ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।