জন্মাষ্টমীর কারণে একদিন বন্ধ থাকার পর ১৭ আগস্ট রোববার দুপুর ১টা থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে আমদানি ও রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। হিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শনিবার সরকারি ছুটির কারণে বন্দর বন্ধ থাকলেও রোববার থেকে কার্যক্রম আবার শুরু হয়ে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করছিল।