Web Analytics

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, প্রধান উপদেষ্টাকে ‘দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে’ এবং দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে।' তিনি অভিযোগ করেন, ‘গণতান্ত্রিক রুপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে।' এই নেতা বলেন, বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লি থেকে ছঁক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন দেওয়ারও দাবি তোলেন নাহিদ ইসলাম।

Card image

Related Threads

logo
No data found yet!