চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম জুলাই ঐক্য ঘোষণা করেছে যে তারা মঙ্গলবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যতম সংগঠক প্লাবন তারেক এ ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে ১৩ জানুয়ারি দুপুরে ‘মার্চ টু ইসি’ এবং ১৪ জানুয়ারি বিভাগীয় শহরগুলোতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মার্চ ও স্মারকলিপি প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন বারবার দাবি জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং তিনি কমিশনকে ফ্যাসিবাদের তাঁবেদারি না করার আহ্বান জানান। তিনি প্রশ্ন তোলেন, কমিশন আসলেই সুষ্ঠু নির্বাচন চায় কি না। সংগঠক এবি জুবায়ের বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও সহযোগীদের বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দ্রুত সময়ের মধ্যে জাপাসহ সংশ্লিষ্ট দলগুলোর মনোনয়ন বাতিল চান।
সংগঠকরা জানান, তারা আইনি ও গণআন্দোলনের মাধ্যমে এই দাবিগুলো বাস্তবায়নে কাজ চালিয়ে যাবেন।