অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার অপসারণের পরও দেশে এখনো মুক্তভাবে মতপ্রকাশে সংকোচ কাজ করে। তিনি দাবি করেন, দেশ বাস্তবে সবার নয়, ক্ষমতাবানদের। রাজধানীতে ‘কেলেঙ্কারির অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রান্তিক মানুষ এখনো সরকারি সহায়তা থেকে বঞ্চিত, বাজেটে শহুরে মধ্যবিত্তকে বেশি সুবিধা দেওয়া হয়েছে। সাংবাদিকদের ওপর পাঠক গোষ্ঠীর ‘নৈতিক খবরদারি’ আগ্রাসী আকার নিচ্ছে বলেও সতর্ক করেন তিনি। এ সময় সানেম পরিচালক ড. সেলিম রায়হান বলেন, সরকার টাস্কফোর্স রিপোর্ট নিয়ে আগ্রহ দেখায়নি, বরং সংস্কারবিরোধী জোট গড়ে উঠেছে।