Web Analytics

মিয়ানমারের রাজধানী নেপিদোর দক্ষিণে বাগো অঞ্চলের ইয়েসদাশে শহরে জান্তা বাহিনীর ওপর প্রতিরোধ যোদ্ধাদের সমন্বিত হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার এই হামলা ঘটে বলে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে নেপিদো পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) জানিয়েছে। তারা জানায়, সিত্তাং নদীর পূর্ব ও পশ্চিম তীরে জান্তা অবস্থানের ওপর হামলা চালানো হয়, যার মূল লক্ষ্য ছিল দোয়েতান, খিনতানলে ও ওমিয়াতু গ্রামের সামরিক ফাঁড়ি।

পিডিএফ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় দোয়েতানের কাছে প্রথম হামলায় দুই সেনা নিহত হয় এবং কিছু গোলাবারুদ জব্দ করা হয়। প্রায় এক ঘণ্টা পর ওই ক্যাম্পে সহায়তায় যাওয়া ৭০ সেনার বহরে হামলা চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করা হয়। একইদিন দুপুরে ওমিয়াতু গ্রামে পৃথক হামলায় আরও ২০ সেনা নিহত হয়, তিনজনকে বন্দি করা হয় এবং বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

হামলার পর প্রতিরোধ বাহিনী ওমিয়াতু গ্রামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় বলে দাবি করেছে পিডিএফ।

Card image

Related Threads

logo
No data found yet!