নিউইয়র্কের ৪৯ বছর বয়সি সাঁতারু মাইকেল মোরো এক অনন্য কীর্তি গড়েছেন। তিনি হাতকড়া পরে খোলা পানিতে ২৮.৫ মাইল সাঁতরে নিউইয়র্কের ইস্ট রিভার, হার্লেম নদী ও হাডসন নদী অতিক্রম করেন মাত্র ১০ ঘণ্টারও কম সময়ে। এই সাফল্যে তিনি দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন—হাতকড়া পরে সবচেয়ে দীর্ঘ খোলা পানির সাঁতার এবং নিউইয়র্কের জলপথ ঘুরে আসা প্রথম ও দ্রুততম সাঁতারু হিসেবে। সহ-সাঁতারু ক্যাপ্রি জাটিয়াসমোরো বলেন, খোলা পানিতে সাঁতারের উত্তেজনা এত তীব্র যে তা প্রায় অবৈধ আনন্দের মতো। মোরো জানান, সীমা অতিক্রমকারী মানুষের গল্প তাঁকে অনুপ্রাণিত করেছে। ছোটবেলা থেকেই সাঁতারে দক্ষ মোরো দীর্ঘ বিরতির পর মধ্য চল্লিশে আবারও পানিতে ফিরে আসেন। এই কীর্তি শুধু শারীরিক সহনশীলতার নয়, মানসিক দৃঢ়তারও প্রতীক। মোরোর এই সাফল্য ভবিষ্যতের সাঁতারুদের সীমা ভাঙার অনুপ্রেরণা জোগাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।