সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, জাতি হিসেবে আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খা নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আগের মতো ভোটকেন্দ্র দখলের ঘটনা না ঘটে। এখন নির্বাচন কমিশনই পুরো প্রক্রিয়া তদারকি করবে। সেতু নির্মাণে বিলম্বের কারণ হিসেবে তিনি স্থানীয় কোন্দল ও সমন্বয়ের অভাবকে দায়ী করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নির্মাণকাজে চাঁদাবাজি ও স্থানীয় প্রভাবের কারণে প্রকল্পের মান ও সময়সূচি ক্ষতিগ্রস্ত হয় বলে সতর্ক করেন। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১,৪৪২ কোটি টাকা, যা সম্পন্ন হলে বরিশালের মুলাদী ও হিজলা উপজেলা সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে।