ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরাইলি হামলায় ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় এক হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। গাজা সিভিল ডিফেন্স একে ‘সম্পূর্ণ গণহত্যা’ বলে অভিহিত করেছে। আহত হয়েছেন প্রায় ৫০ জন। ঈদের দিন নিহত হয়েছিলেন আরও ৪২ জন। রাফাহতে সাহায্যকেন্দ্রের পাশে ৮ জন গুলিতে নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় মোট ৫৪,৭৭২ জন নিহত। গত ৪৮ ঘণ্টায় নিহত ৯৫ ও আহত ৩০৪ জন। এক থাই নাগরিকের মরদেহ উদ্ধার করেছে ইসরাইল।