ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘রান ফর জুলাই’ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। সাদিক দাবি করেন, আগের রাতে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে পাননি। ‘রান ফর জুলাই’ কর্মসূচির লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, জুলাইয়ের চেতনা পুনরুজ্জীবিত করে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা দরকার। বিভক্তি দূর করে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।