সৌদি আরবের অধিকাংশ এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে, যা দেশজুড়ে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি করেছে। জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম) জানিয়েছে, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তর সীমান্ত এলাকায় ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়া বইছে। হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও মাঝারি বৃষ্টি ও কুয়াশা দেখা গেছে।
এনসিএমের তথ্য অনুযায়ী, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে এই আবহাওয়া তৈরি হয়েছে। এতে ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। পারস্য উপসাগর থেকেও ঝড়ো হাওয়া সৌদির দক্ষিণাঞ্চলে প্রবাহিত হচ্ছে।
মরুপ্রধান সৌদিতে এমন আবহাওয়া বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে কয়েকবার ভারি বর্ষণ ও ঝড় দেখা গেছে। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকতে এবং বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।