কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া বাজারের ইজারা নিয়ে বিরোধের জেরে এক পল্লী চিকিৎসককে মারধর এবং তার ফার্মেসি থেকে সাড়ে সাত লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ফরহাদ হোসাইনসহ কয়েকজন নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত এসব অভিযোগ অস্বীকার করেছেন। চিকিৎসাধীন মো. ইলিয়াস বলেন, ‘ছাত্রদল নেতা ফরহাদ, এরশাদ, মানিক, জিয়াউর রহমানসহ অন্তত ২০ জন আমাকে প্রকাশ্যে মারধর করে। পরে তারা বারবাকিয়া বাজারে আমার ফার্মেসিতে গিয়ে লুটপাট চালায় এবং নগদ সাড়ে সাত লাখ টাকা নিয়ে যায়। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।