Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে আটজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার পুলিশ ও সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) যৌথভাবে বান্নু, খাইবার ও জহির গড়ির উপজাতীয় এলাকায় এই অভিযান পরিচালনা করে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কেন্দ্রীয় পুলিশ অফিসের তথ্যমতে, বান্নু অঞ্চলে স্থানীয় পুলিশ ও সিটিডির অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়, যারা এর আগে শেখ লিন্ডাক ও ফাতাহ খেলের পুলিশ পোস্টে হামলা চালিয়েছিল। খাইবারে তিন সন্ত্রাসী পুলিশের ওপর আক্রমণের প্রস্তুতি নেওয়ার সময় নিহত হয় এবং ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল উদ্ধার করা হয়। পেশোয়ারের শহরতলির জহির গড়িতে আরেক অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়, তবে তাদের সহযোগীরা পালিয়ে যায়।

এই অভিযানগুলো প্রদেশে সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!