পর্তুগালের অভিবাসন ও আশ্রয় অধিদপ্তর (আইমা) নতুন কঠোর শর্ত আরোপ করায় দেশটিতে বসবাসরত অভিবাসীরা বিপাকে পড়েছেন। এখন রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য বাড়ির মালিকের ঘোষণাপত্রসহ বিস্তারিত আয়ের প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। দীর্ঘদিন ধরে বসবাসকারী অনেক প্রবাসী জানিয়েছেন, বাড়ির মালিকরা প্রমাণপত্র দিতে রাজি নন, ফলে রেসিডেন্ট নবায়ন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। পরিবারের সদস্য বেশি হলে আয়ের পরিমাণও সদস্যসংখ্যা অনুযায়ী দেখাতে হচ্ছে। প্রবাসী কামরুজ্জামানসহ অনেকে আশঙ্কা করছেন, বহু বছরের পরিশ্রমে অর্জিত বৈধতার স্বীকৃতি হারাতে পারেন। গত ৩০ সেপ্টেম্বর পর্তুগালের সংসদে কঠোর নতুন অভিবাসন আইন অনুমোদিত হয়েছে, যা রাষ্ট্রপতির স্বাক্ষরের পর কার্যকর হবে। এ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জীবনেও নেমে এসেছে চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।