গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেছেন, "ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে। পতিত আওয়ামী সরকারের মদদে এস আলম গ্রুপ বাংলাদেশকে গিলে খেয়েছে।" সরকারের সদ্ধিান্ত অনুযায়ী বোচাগঞ্জের সেতাবগঞ্জ চিনিকল ও রংপুরের শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ অবিলম্বে ছাড় ও দ্রুত সংস্কার এবং পরবর্তী ধাপে বন্ধ চারটি চিনিকলের দ্রুত সংস্কার কাজ চালুর দাবিতে সমাবেশের আয়োজন করে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ। এতে যোগ দিয়ে সাকি বলেন, চিনিকলটি যাদের হাতে দেওয়ার কথা ছিল, তারা আসলে দেশের সম্পদ ধ্বংস করছে। আওয়ামী সরকারের মদদে এস আলম গ্রুপ দেশকে গিলে খেয়েছে।