বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রম ভাটকে ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে রাজস্থান ও মুম্বাই পুলিশ। তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট ও কন্যা কৃষ্ণাসহ মোট ছয়জনকে এক যৌথ অভিযানে শ্যালিকার বাড়ি থেকে আটক করা হয়। উদয়পুর পুলিশ এক সপ্তাহ আগে অভিযুক্তদের হাজিরা দিতে নির্দেশ দিয়ে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, উদয়পুরের বাসিন্দা অজয় মুরদিয়া এই মামলার অভিযোগকারী। তিনি তার প্রয়াত স্ত্রীকে নিয়ে একটি জীবনীচিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন এবং সেই উদ্দেশ্যে বিক্রম ভাটের সঙ্গে যোগাযোগ করেন। ভাট তাকে আশ্বস্ত করেন যে তিনি সিনেমার সব দিক দেখবেন এবং তার স্ত্রী ও কন্যাও এতে যুক্ত থাকবেন। এরপর অজয় মুরদিয়া অর্থ পাঠাতে শুরু করেন, যা পরবর্তীতে বিতর্কের সৃষ্টি করে।
এই মামলাটি বলিউডে বিনিয়োগের স্বচ্ছতা ও সেলিব্রিটি-নেতৃত্বাধীন প্রকল্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। তদন্ত চলছে এবং অর্থের গতিপথ খতিয়ে দেখা হচ্ছে।